তুমি না থাকলে...




তুমি না থাকলে মনিটর থেকে মুখ তুলে তাকানোই হত না
তুমি না থাকলে ওয়াশরুমে গিয়ে চুল ঠিক করাই হত না

তুমি না থাকলে প্যান্টে শার্ট গুজে ফুলবাবু সাজাই হত না
চৌদ্দ তলার মাঞ্জা মারা ছেলেটা ভ্যাবাচেকাই খেত না
রাপা রাপপাপ পা রাম পাম পা

তুমি না থাকলে মেধাবী ছেলেটার জিআরি শব্দগুলো কঠিন লাগত না
প্রফেসরের কাছে এপ্লাই করতে বারবার আলসেমী করত না

তুমি না থাকলে ঘন ঘন চা কফি খেতে যাওয়াই হত না
তুমি না থাকলে কিচেনের আড্ডাবাজী কখনোই জমত না

তুমি না থাকলে তোমার রোমিওদের মধ্যে গন্তব্যহীন চ্যাটিং হত না
তুমি না থাকলে সকাল বেলা ঝিমানো ভাবটা কাটানোই যেত না
রাপা রাপপাপ পা রাম পাম পা


তুমি না থাকলে পিংক ড্রেসগুলো হয়ে যেত বড্ড মলিন
উপন্যাসের নায়িকার ‘দুধে আলতা গায়ের রং’ দেখাই হত না

তুমি না থাকলে ট্যুরগুলো এত মিষ্টি হত না
পাহাড়ী ঝর্ণা আর মেঘের লুকোচুরি দেখে এত প্রেম প্রেম লাগত না

তুমি না থাকলে প্রীতি জিন্তাকে নতুন করে পড়ত না মনে
ক্যাটরিনার প্রতি ভাললাগাটাও বাড়ত না প্রতিদিনে
রাপা রাপপাপ পা রাম পাম পা

তুমি না থাকলে রবীন্দ্র সংগীত রিপিট দিয়ে শোনাই হত না
তুমি না থাকলে গানের লিরিক মুখস্ত করা ফের শুরু হত না

তুমি না থাকলে ভ্যালেন্টাইনস ডেতে কাজ করতে ভাল লাগত না
মরু প্রান্তরে বসন্তকালের রূপ বোঝাই যেত না

তুমি না থাকলে নয়ঘন্টা সময় হয়ে যেত আরো দীর্ঘ
হাসি হাসি মুখখানি না দেখে পারত না হতে রিচার্জড

তুমি না থাকলে নলেজ শেয়ারিং হয়ে যেত পানসে
তুমি না থাকলে উইকলি মিটিং হয়ে যেত একঘেঁয়ে
রাপা রাপপাপ পা রাম পাম পা

তুমি না থাকলে বিয়ের অনুষ্ঠান গুলিতে যেতেই ইচ্ছে করত না
তুমি না থাকলে গ্রুপ ফটোগুলো দারুন সুন্দর কখনোই হত না

তুমি না থাকলে রোমান্টিক স্ট্যাটাস গুলি দেয়াই হত না
তুমি না থাকলে দুয়েকটা লাইক বা কমেন্ট কিছুই জুটত না

তুমি না থাকলে …


উৎসর্গ – তোমাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন